কৃষিক্ষেত্রে মোংলা উপজেলার আগামি ৫ বৎসরের পরিকল্পনা
১) অনলাইনের মাধ্যমে সার সুপারিশস বাস্তবায়ন সংক্রান্তঃ আগামি ৫ বৎসরে মোংলা উপজেলায় ৩৫০ জন কৃষক/কৃষাণীকে ওএফআরএস পদ্ধতিতে সার সুপারিশ প্রদান করা হবে।
২) উক্ত সময়ে মোংলা উপজেলার বিভিন্ন ব্লকে ২৫টি প্রযুক্তিগ্রাম স্থাপন করা হবে।
৩) আগামী ৫বৎসরে কমপক্ষে ১১০ব্যাচ(৩০জন=১ব্যচ) কৃষক/কৃষানীকে অনানুষ্ঠানিক প্রশিক্ষণ প্রদান করা হবে।
৪)লবণাক্ততা প্রশমনে আগামী ৫ বৎসরে মোংলা উপজেলার বিভিন্ন ব্লকে ৫০০ হেক্টর জমিতে ধৈঞ্চা ও খেসারী আবাদ করা হবে।
৫) নিরাপদ খাদ্য উৎপানের অংশ হিসাবে জৈবকৃষির আওতায় আগামী ৫ বৎসরে অত্র উপজেলার বিভিন্ন ব্লকে বিভিন্ন ফসলে কমপক্ষে ২৫০০টি সেক্স ফেরোমেন ফাঁদ ও ৫০০০টি বিভিন্ন ধরনের কম্পোষ্ট সার স্থাপন করা হবে।
৬) পারিবারিক পুষ্টি নিশ্চিত করণ ও মহিলাদের কৃষি কাজে সম্পৃক্ত করণের মাধ্যমে ৩০০টি কৃষক পরিবারের আর্থসামাজিক উন্নয়ন করা হবে।
৭) বালাই এবং লবণাক্ততা সহনশীল জাতের আবাদ বৃদ্ধির মাধ্যমে জলবায়ু পরিবর্তনের সাথে অত্র এলাকার কৃষক/কৃষাণীদের অভিযোজন ক্ষমতা দৃঢ়করণ করা হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস