Wellcome to National Portal
Main Comtent Skiped

Recent Activities

সম্প্রতি কর্মকান্ড

০১। আইএফএমসি প্রকল্পের ৪টি কৃষক মাঠ স্কুল চলমান।

০২। রাজস্ব অর্থায়নের ১৫টি প্রদর্শনী বাস্তবায়নাধীন।

০৩। এএসএসএসআরবিপি প্রকল্পের হ্যান্ড স্প্রেয়ার বিতরণ।

০৪। একটি পানি ব্যবস্থপনা কৃষক মাঠ স্কুল বাস্তবায়নাধীন।

০৫। সার ও কীটনাশকের দোকান পরিদর্শন।

০৬। ভিজিটিং ব্লক প্রস্তুতকরণ।

০৭। নারিকেল গাছের মাইট দমনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।

০৮। কৃষি কথার গ্রাহক বৃদ্ধিকরণ।

০৯। কৃষি সম্পর্কিত ডিজিটাল অ্যাপ সমূহ কৃষকদের মাঝে সরবরাহ।

১০। নিয়মিত মাটি পরীক্ষা পূর্বক সার সুপারিশ প্রদান।

১১। ভিয়েতনাম অপি নারিকেল জাত সম্প্রসারণ।

১২। বিভিন্ন মৌসুমে কৃষকদের মাঝে প্রয়োজনীয় লিফলেট সরবরাহ।

১৩। আবহাওয়া পূর্বাভাস সম্পর্কিত তথ্য প্রদানের মাধ্যমে কৃষকদের সহযোগিতা করা।

১৪। বিভিন্ন প্রকল্পের প্রদর্শনী ফসলের বীজ সংরক্ষণের জন্য চাষীদের পরামর্শ প্রদান ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।